চোপড়া: আজ ছট পূজা উপলক্ষে প্রতিবারের মতো এবারও সেজে উঠেছে চোপড়ার ঐতিহ্যবাহী রবীন্দ্রনগর কলোনি ছট পুজো ঘাট
আজ ছট পূজা উপলক্ষে প্রতিবারের মতো এবারও সেজে উঠেছে চোপড়ার ঐতিহ্যবাহী রবীন্দ্রনগর কলোনি ছট পুজো ঘাট। এই ছট পূজা ঘাটে দীর্ঘদিন ধরে বহু ছটপতি মানুষেরা পুজো করতে আসেন। ইতিমধ্যে ফুলশয্যা ও আলোকসজ্জার মধ্য দিয়ে পুরো ঘাটকে সুসজ্জিত করে ফেলা হয়েছে। চোপড়া থানার পক্ষ থেকে রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, তিস্তা ক্যানাল থেকে কমানো হয়েছে চোপড়া ডক নদীর জল, এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে থাকছে একটি টিম, রাখা হয়েছে নৌকার ব্যবস্থা, এছাড়াও প্রত