বোলপুর-শ্রীনিকেতন: সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু ও অনুব্রত মণ্ডল
#tmc
'রাখাল-বাগালরা কে কি বললো যায় আসে না', ফের নাম না করে যুযুধান কাজল শেখকে নিশানা অনুব্রত মণ্ডলের।এদিন বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তৃণমূল শিক্ষক সংগঠনের তরফে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডলের জীবনী 'খেলা হবে' বইটির কথা স্মরণ করালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সংবাদমাধ্যমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ একে অপরকে নিশানা করছেন৷ যত দিন যাচ্ছে সেই ধার আরও বাড়ছে৷