রাইপুর তিন নম্বর মণ্ডলের উদ্যোগে শুক্রবার সুখাডালি বাজারে বিজেপির পরিবর্তন সভাকে কেন্দ্র করে একটি পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার প্রাক্তন জেলা সভাপতি ও বিজেপি রাজ্য কমিটির সদস্য সুনীল রুদ্র মণ্ডল এবং মণ্ডল সভাপতি চঞ্চল পাত্র। নেতৃত্বের বক্তব্যে এদিন অঞ্চলে পরিবর্তনের বার্তা ছড়িয়ে পড়েছে বলে দাবি করেন কর্মী–সমর্থকেরা।