রাজগঞ্জ: ফের তিস্তার জল বেড়ে গিয়ে ক্রান্তি ব্লকের তিনটি জিপি এলাকায় ৬০৭৮টি বাড়ি জলমগ্ন হয়ে গেল
সোমবার রাতভর অবিরাম বৃষ্টি এসে ফের তিস্তার জল বেড়ে গিয়ে মঙ্গলবার সকাল থেকে ক্রান্তি ব্লকের তিনটি গ্রামপঞ্চায়েত এলাকায় মোট ৬০৭৮টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ল। এরমধ্যে রয়েছে চাপাডাঙ্গা গ্রামপঞ্চায়েতের বাসুসুবা এলাকায় ৬০০০ পরিবার ও চেংমারি গ্রামপঞ্চায়েত এলাকায় ৭৮টি পরিবার রয়েছে। জানা এদিন সকালে তিস্তা ব্যারেজ থেকে ২৬০০ কিউমেক জল ছাড়া হয়েছে। এদিন বিকেল পাচটা পর্যন্ত ঐ এলাকায় তিস্তার জল ঢুকেছে।