ময়ূরেশ্বর ২: তৃণমূলের পতাকা হাতে শোভা যাত্রা করে ষাটপলসায় লক্ষ্মী প্রতিমা বিসর্জন
তৃণমূলের পতাকা হাতে লক্ষ্মী বিসর্জনের শোভাযাত্রা। শুক্রবার সকাল থেকে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত ষাটপলসায় শোভা যাত্রার মধ্য দিয়ে লক্ষ্মী প্রতিমা বিসর্জনের আয়োজন করলো ষাটপলসা হাট ব্যবসায়ি কল্যাণ সমিতির সদস্যরা। উল্লেখ্য লক্ষ্মীপূজোকে কেন্দ্র করে প্রায় ১০ দিনের মতো এই ষাটপলসায় এক বিরাট মেলার আয়োজন করা হয়, তবে মেলা শেষ হতেই আজ সকালে শোভা যাত্রার মধ্য দিয়ে লক্ষ্মী প্রতিমা বিসর্জনের আয়োজন করা হলো।