তেহট্ট ২: পলশুণ্ডায় রাত্রিকালীন হাডুডু প্রতিযোগিতা ঘিরে এলাকার মানুষের উৎসাহ উন্মাদনা, উপচেপড়া ভিড়
ভারতবর্ষের জাতীয় খেলা হাডুডু দেশ জুড়ে এই খেলার কদর তেমন ভাবে না থাকলেও গ্রামবাংলায় এই খেলার কদর রয়েছে এখনো। আর এই নদীয়ার পলাশীপাড়া থানার পলশুন্ডায় রাত্রিকালী  হাডুডু প্রতিযোগিতার  আয়োজন করা হলো। শুক্রবার রাত্রিকালীন নকআউট এই হাডুডু প্রতিযোগিতা দেখতে উপচে পড়ে ভিড়, এই খেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদযাপন ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের পানি সম্পাদক মৎস্য দপ্তরের কর্মদক্ষ প্রণয় কুমার ঘোষ চৌধুরী সহ বিশিষ্টজনেরা।