পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘাতে বড়দিন থেকে ইংরেজি নববর্ষ পর্যটকদের টানতে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো দীঘার ঢেউসাগরে চলমান ডাইনোসর পার্ক ও লেজার পার্ক দীঘার জগন্নাথ মন্দিরের বিপরীত পাশে এই ডাইনোসর পার্ক আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে পর্যটকদের ২৫ শে ডিসেম্বর আগেই উদ্বোধন হবে চলন্ত ডাইনোসর পার্ক চূড়ান্ত প্রস্তুতি শেষের মুখে।