পুরুলিয়া ১: চাকদাগ্রামের ICDS সেন্টারে সবজি ডিম ছাড়াই দেওয়া হচ্ছে ভাত ,অভিযোগ গ্রামবাসীদের
চাকদা গ্রামের আইসিডিএস সেন্টারে বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুললো গ্রামবাসীরা । চাগদাতে আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে এবার অভিযোগ উঠলো সেন্টারে গর্ভবতী মায়েদের শুধু ভাত দেওয়া হচ্ছে। নেই কোন প্রোটিন জাতীয় সবজি ডিম। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি পাবলিক এপ্প। এমনই এক অভিযোগ উঠল চাকদা গ্রামের আইসিডিএস সেন্টার এর বিরুদ্ধে। এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরা হলো এদিন দুপুরবেলা আবারো বলা হচ্ছে এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি।