ধূপগুড়ি: মেটেলি চাবাগানের নালার মধ্য থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধার করল পুলিস, এলাকায় চাঞ্চল্য
চা বাগানের শ্রমিক মহল্লায় নালায় পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মহাদেও ঝোরা(৭৮)। বাড়ি মেটেলি চা বাগানের জিতবাহান লাইনে। মঙ্গলবার সকালে স্থানীয় জনগণ বাগানের ক্ষুদিরাম লাইন এলাকায় একটি রাস্তার পাশে নালার মধ্যে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে। খবর দেওয়া হয় মেটেলি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত্রে ওই ব্যক্তি কোন ভাবে হয়তো ওই নালায় পড়ে গিয়েছে। রাতভর বৃষ্টি হয়।