কল্যাণী: কল্যাণী বই মেলায় ছাত্র সংগ্রাম স্টলে উপস্থিত সারেগামাপা খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী অরিত্রিকা সিনহা
Kalyani, Nadia | Dec 26, 2025 কল্যাণীতে চলছে বইমেলা এ বছর কল্যাণী বইমেলার ২৯ তম বছর। আর এই বই মেলায় বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন কল্যাণী আঞ্চলিক কমিটির উদ্যোগে দেওয়া হয়েছে ছাত্র সংগ্রাম স্টল। বিক্রি করা হচ্ছে বামপন্থী চিন্তাধারার বই। প্রতিদিনই উপস্থিত থাকছেন বিভিন্ন শিল্পী, চিকিৎসক, থেকে বিশিষ্ট জনেরা এবং বাম নেতৃত্ব। সেই স্টলে দেখা গেল জনপ্রিয় শিল্পী অরিত্রিকা সিনহাকে।