কুমারগ্রাম: তেলিপাড়া চৌপথী সংলগ্ন গোপাল চৌপথী এলাকায় পথ-দুর্ঘটনায় যুবকের মৃত্য
তেলিপাড়া চৌপথী সংলগ্ন গোপাল চৌপথী এলাকায় পথ-দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম আশিনাথ বর্মন(২২)। সে বক্সিরহাট থানার খাগড়িবাড়ি এলাকার বাসিন্দা। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠাল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনায় আশিনাথের সঙ্গে থাকা অপর এক যুবক জখম হয়েছে। জানা গিয়েছে, সোমবার রাতে ওই দুই যুবক বাইকে চেপে তেলিপাড়া থেকে খোয়ারডাঙার দিকে যাচ্ছিল। গোপাল চৌপথী এলাকায় রাস্তার পাশে থাকা রেলিংয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি।