বিনপুর ২: টংভেদার জঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা চারচাকা গাড়ির, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা চারচাকা গাড়ির মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম মনোরঞ্জন সর্দার। মঙ্গলবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ী থানার অন্তর্গত টংভেদার জঙ্গলে ৫ নং রাজ্য সড়কের পাশে।স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল নাগাদ বেলপাহাড়ীর অভিমুখে যাচ্ছিল ওই চারচাক গাড়িটি, যাওয়ার পথে টংভেদার জঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে থাকা গাছে ধাক্কা মারে গাড়িটি।