ভাতার কৃষক বাজারে জোরকদমে সহায়ক মূল্যে ধান ক্রয় করার কাজ চলছে। শুক্রবার দুটো ৫০ মিনিটে এক কৃষক জানালেন, খোলা বাজার থেকে দাম বেশি পাচ্ছি। ভাতার ব্লকের সহায়ক মূল্যে ধান করেই হচ্ছে ভাতার কৃষক বাজারে। কৃষকরা ধান আনছেন সেই ধান বিক্রয় করছেন ভাতার কৃষক বাজারে। চাষিরা জানাচ্ছেন খোলা বাজারের থেকে সরকারি সহায়ক মূল্যে ধানের দাম বেশি। সরকারের এই উদ্যোগে আমরা খুশি।