কোচবিহার ১: কোচবিহার রেলঘুমটি থেকে গ্রেপ্তার হওয়া তিন মহিলার জামিন মঞ্জুর করল কোচবিহার জেলা আদালত
গতকাল কোচবিহার রেলঘুমটিতে পথ অবরোধ চলাকালীন পুলিশের সাথে বচসা ও ধস্তাধস্তির জেরে বারো জনকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। এদের মধ্যে দুজনকে আগেই ছেড়ে দেওয়া হয় এবং বাকি গ্রেপ্তার হওয়ার ১০ জনকে আজ আদালতে পেশ করা হলে। আদালত থেকে তিন মহিলার জামিন মনজুর হয় পাশাপাশি পাঁচজনকে দুদিনের পুলিশি হেফাজত ও দুজনকে দুদিনের জেল হেফাজত দেয় আদালত। এ প্রসঙ্গে আইনজীবী শিবেন্দ্রনাথ রায় কি জানিয়েছে শুনে নেব