খাতড়া: খাতড়া উত্তরপল্লী সর্বজনীনের কালীপুজোয় থিম ‘চেতনার আলো’
Khatra, Bankura | Oct 19, 2025 খাতড়া উত্তরপল্লী সর্বজনীনের কালীপুজো এ বছর ৩৭ বছরে পা দিল। প্রায় ৫ লক্ষ টাকার বাজেটে তাদের থিম ‘চেতনার আলো’। থিম শিল্পী কুমারেশ দাস জানান, বাঁশের ঝুড়ি, বাঁশের বেদ ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ, উপরে তৈরি করা হয়েছে বিশাল চোখের আকার। ৬০ ফুট চওড়া ও ৪০ ফুট লম্বা এই থিমে রঙ ও আলোকসজ্জার বিশেষ আয়োজন থাকছে। শেষ মুহূর্তের কাজ চলছে, ভিড় জমবে বলেই আশা আয়োজকদের।