মঙ্গলকোট: SIR নিয়ে মঙ্গলকোটে দাঁড়িয়ে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস
SIR নিয়ে বিজেপিকে শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি এদিন মঙ্গলকোটের কৈচরে SIR ওয়ার রুমের তদারকি করেন। তারপর মঙ্গলকোটের মাটিতে দাঁড়িয়ে বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, আমাদের বাবা জ্যাঠা কাকু সবার সঙ্গে এদেশের মাটিতে বড় হলাম। আমরা ৭৮টা স্বাধীনতা দিবস উৎযাপন করলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতীয় কিনা।