প্রতিবেশীর বাড়ি থেকে ফিরে শোবার ঘরে ছেলের ঝুলন্ত দেহ দেখলেন মা। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনার ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের কমলাই গ্রামে। মৃতের নাম সুদাম দাস(৩৮)। জানা গিয়েছে, সুদাম বর্তমানে বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার তার মা যান প্রতিবেশীর বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরে শোবার ঘরে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালে পাঠিয়েছে।