রঘুনাথপুর ২: DVCর RTPS কারখানার ছাঁই বাঁধের সামনে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু,ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
মঙ্গলবার রাত্রে DVCর রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানার রঘুনাথপুর ২ব্লকের অন্তর্গত নন্দুকা গ্রামের সামনে অবস্থিত ছাঁই বাঁধের সামনে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে নন্দুকা গ্রামেরই বাসিন্দা বাপি বাউরির।গ্রামবাসী ও স্থানীয়দের দাবি বাপি বাউরি মঙ্গলবার রাতে নন্দুকা গ্রামের অদূরে DVCর রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানার ছাঁইবাধের সামনে একটি জলাশয়ে শৌচকর্ম সেরে বাড়ি ফেরার পথে DVCর ছাঁই বোঝাই একটি ডাম্পার তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।