তুফানগঞ্জ ১: দেওচড়াই মোড় তৃণমূলের দলীয় কার্যালয় INTTUC র নব মনোনীত সভাপতি সিরাজুল হককে সংবর্ধনা দিল চিলাখানা ২ যুব তৃণমূল কংগ্রেস
বুধবার সন্ধ্যায় চিলাখানা তুই গ্রাম পঞ্চায়েত যুব তৃণমূল কংগ্রেসের তরফে এই সংবর্ধনা সবার আয়োজন করা হয় তৃণমূলের দলীয় কার্যালয়ে। উপস্থিত ছিলেন চিড়িয়াখানা দুই গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের সভাপতি সুমন রহমান ছাড়া অন্যান্যরা। সদ্য মনোনীত আইনটিসি সভাপতি সিরাজুল হক জানান দল যে তাকে গুরুত্ব দিয়েছে সকলকে সাথে নিয়ে এবং ২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে একসঙ্গে চলবেন বলে জানিয়েছেন তিনি।