খেজুরি ১: জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আজ বাঁশগোড়ায় রক্তদানের মধ্য দিয়ে শিক্ষকদের ঋণ পরিশোধে উদ্যোগকে সাধুবাদ এলাকাবাসীর
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি1নং ব্লকের বাঁশগোড়া শশ্মান মোড়ের উৎসব ভবনে খেজুরি সাউথ কালচারাল গ্রুপের আয়োজনে ও কন্টাই লায়ন্স ক্লাবের ব্যবস্থাপনায় শিক্ষক সম্বর্ধনা ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক,খেজুরী-১পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেক জালালউদ্দীন খাঁন সহ অন্যান্যরা