কালচিনি: দক্ষিণ লতাবাড়ি এলাকায় বাজার করে বাড়ি ফেরার পথে নদীতে ভেসে মৃত্যু হল এক মহিলার
দক্ষিণ লতাবাড়ি এলাকায় বাজার করে বাড়ি ফেরার পথে নদীতে ভেসে মৃত্যু হল এক মহিলার। এই ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি এলাকায়। মৃত মহিলার নাম রতনী ওরাও। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূর নদী পেরিয়ে বাজার করতে যান মহিলা। বাজার থেকে বাড়ির ফেরার পথে নদীর জল বৃদ্ধি পাওয়াতে মহিলা জলের স্রোতে ভেসে যান। স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে, হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে।