কাটোয়া ২: সকালবেলায় রাস্তা ছিল ৫০ ফুট, বেলা গড়াতেই সেই রাস্তা হয়ে গেল ১০ ফুট! ব্যাপক ভাঙ্গনে আতঙ্কিত অগ্রদ্বীপবাসী
কাটোয়া ২ নম্বর ব্লকের অগ্রদ্বীপে ফের মারাত্মক ভাঙ্গনে আতঙ্ক ছড়িয়েছে গ্রামজুড়ে। সকাল পর্যন্ত যেটি ছিল চওড়া নদীপাড়ের রাস্তা, দুপুর গড়াতেই ভাগীরথীর ভাঙ্গনে তা সঙ্কুচিত হয়ে দাঁড়িয়েছে মাত্র কয়েক হাত চওড়া। ৫০ ফুটের রাস্তা এখন মাত্র ১০ ফুট! নদীর চাঙর ভেঙে পড়ছে জলে, ভয়াবহ বিপদের মুখে গ্রামে ঢোকার একমাত্র রাস্তা ও ফেরিঘাট।গ্রামবাসীদের দাবি, বছর বছর ভাঙ্গন রোধে বালির বস্তা ও খাঁচা ফেলার কাজ হলেও তাতে কোনো ফল মেলেনি।