রানিনগর ২: কুপ্তলা বাজারে আবারো ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি
আবারো ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি।    জানা গেছে উক্ত ব্যক্তি কূপতলা বাজারে দাঁড়িয়েছিলেন সে মত অবস্থায় একটি বেসরকারি যাত্রীবাহী বাস সাগর পাড়ার দিক থেকে বহরমপুরের পথে যাচ্ছিলেন সে মত অবস্থায় কূপতলা বাজারে উক্ত ব্যক্তিকে ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর আহত হয় উঠতো ব্যক্তি স্থানীয় লোকজনের তৎপরতায় উদ্ধার করে নিয়ে আসা হয় গোধন পাড়া গ্রামের হাসপাতালে চিকিৎসার জন্য সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর অবস্থার অবনতি ঘটলে স্থানান্তর করেন