শীতলকুচি: শীতলকুচিতে বাড়ি বাড়ি গিয়ে এস আই আর এর ফর্ম বিতরণ শেষ
বুধবার বি এল ও সূত্রে জানা যায় লাগাতার কয়েকদিন ধরে প্রত্যেকটি বুথের বাড়ি বাড়ি গিয়ে ফরম বিতরণ করেছিল বি এল ও রা । বি এল ও সূত্রে জানা যায় শীতলকুচি ব্লকে এস আই আর এর ফর্ম বিতরণ শেষ এখন ভোটাররা নিজ নিজ ফর্ম ফিলাপ করে বাড়িতে রাখতে পারে এবং বি এল ও রা গিয়ে ওই ফর্ম সংগ্রহ করবেন। ফরম ফিলাপ করতে গিয়ে যদি কোন ভোটার অসুবিধায় পড়ে তাহলে ফরমের উপরে বি এল ও দের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।