সোনামুড়া: ৩ লক্ষ ৭৫ হাজার রাজাকার ধ্বংস করলো সোনামুড়া থানা পুলিশ প্রশাসন
আজ সকাল থেকে বিকেল পর্যন্ত সোনামুড়া থানার অন্তর্গত ধনীরামপুর এলাকায় অর্থাৎ বাঁশখোলা, লুপিমারা, সাপাই পাড়া, ১৮ ডুম এবং বিজয়নগর এলাকায় জুমের পাড়া, কিরিস লং এলাকা থেকে মোট ২০ টি গাঁজা বাগান এবং ছয়টি গাঁজা নার্সারি ধ্বংস করা হয়, যেখানে গাজার গাছের এবং চারার পরিমাণ হবে প্রায় তিন লক্ষ ৭৫ হাজার এবং প্রায় ২৫ একর জমির উপর ছিল,