দিনহাটা ১: সপ্তমীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা দিনহাটায়, বড় ফকির তকেয়া এলাকায় দুটি বাইকের সংঘর্ষে ১ শিশু সহ আহত ৫ জন
👉 সপ্তমীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা দিনহাটায়। দিনহাটার বড় ফকির তকেয়া এলাকায় দুটি বাইকের সংঘর্ষে ১ শিশু সহ আহত ৫ জন। জানা যায়, একটি বাইক যখন পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য বাক নিচ্ছিল সেই সময় পিছন থেকে অপর বেপরোয়া বাইকটি এসে ধাক্কা মারে। ঘটনার সাথে সাথে দমকল বিভাগে খবর দেয় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে দমকল বাহিনী আহতদের উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে আসে। সোমবার রাত আনুমানিক ১২টা নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।