হবিবপুর: কেদারনাথের আদলে মণ্ডপ, দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়ছে বুলবুলচন্ডী রাহু-কেতু কালীপুজো
মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলে রাহু-কেতু কালীপুজোর মণ্ডপে এবার বিশেষ চমক। কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই year's আকর্ষণীয় মণ্ডপ। দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এই অনন্য রূপের কালীমণ্ডপ ও প্রতিমা দেখতে।পুজো উপলক্ষে গোটা এলাকা আলোকসজ্জায় সেজে উঠেছে।