মঙ্গলকোটের ভাল্যগ্রাম থেকে উদ্ধার হওয়া যুবকের দেহ সোমবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করা হল। পুলিশ জানিয়েছে, ভাল্যগ্রামের বাসিন্দা মৃত যুবকের নাম কৃষ্ণ মাঝি(২২)। গতকাল তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তারপর এদিন দেহটিকে ময়নাতদন্তের জন্য কাটোয়া পাঠায় মঙ্গলকোট থানার পুলিশ। তারা খতিয়ে দেখছে ওই যুবকের মৃত্যুর কারণ।