তেহট্ট ১: শহীদ পরিবারের পাশে থেকে সরকারি সব রকম সাহায্য সহযোগিতা করা হবে,জানালেন তেহট্ট মহকুমা SDPO
জম্মুতে সেনা অভিযানের সময় জঙ্গিদের গলিতে পাথরঘাটার বাসিন্দা তথা স্পেশাল ফোর্সের এলিট প্যারাসিক্সের জওয়ান ঝন্টু আলী শেখের শহীদ হওয়ার বিষয়ে, রবিবার দুপুর ২টো ৩০ মিনিটের সময় তেহট্ট মহকুমার sdpo শুভতোষ সরকার তেহট্টে দাঁড়িয়ে জানালেন, শহীদ পরিবারের পাশে থেকে সরকারিভাবে সব রকম সাহায্য সহযোগিতা করা হবে।