ভগবানপুর ১: ভগবানপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ কিশোরপুরে আয়োজিত হল বিজয়া সম্মিলনী,উপস্থিত জেলার সভাপতি পীযুষ কান্তি পণ্ডা
রাজ্য তৃণমূল কংগ্রেস-এর নির্দেশানুসারে তৃণমূলকংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় আজ ভগবানপুর-১নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কিশোরপুরে আয়োজিত হল বিজয়া সম্মিলনী।উপস্থিত ছিলেন তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষ কান্তি পণ্ডা,সাংগঠনিক জেলা র যুব সভাপতি জালাল উদ্দিন খান , জেলা মহিলা সভানেত্রী শতরূপ পায়ড়া, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা পরিষদের সদস্য তথা ব্লক সভাপতি রবিন চন্দ্র মন্ডল,ব্লক যুব সভাপতি সৌরভ কান্তি বেরা,পঞ্চায়েত সমিতির সভ