গোপীবল্লভপুর ১: সাধারণ মানুষের পাশে যুব তৃণমূল — জানাঘাঁটি গ্রামে SIR ফর্ম পূরণে নিঃস্বার্থ সহায়তার উদ্যোগ
SIR ফর্ম পূরণে নানা হয়রানি ও জটিলতার মুখে পড়ছেন বহু মানুষ। সাধারণ মানুষের এই ভোগান্তি কমাতে গোপীবল্লভপুর ১ নং ব্লকের কয়েকজন যুব তৃণমূল কর্মী নিজেরা উদ্যোগ নিয়ে নিঃস্বার্থভাবে সহায়তার হাত বাড়িয়েছেন। ইতিমধ্যে প্রায় এক হাজার ভোটার এই উদ্যোগ থেকে নির্ভুল সেবা পেয়ে উপকৃত হয়েছেন বলে জানা গেছে। রবিবার দুপুরে গোপীবল্লভপুর ১ নং ব্লকের জানাঘাঁটি গ্রামে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আনন্দ বাড়ি।