ডোমকল: ডোমকলে তাজা সকেট বোমা উদ্ধার, বোম স্কোয়াডের তৎপরতায় নিষ্ক্রিয় করা হলো
ডোমকলে তাজা সকেট বোমা উদ্ধার, বোম স্কোয়াডের তৎপরতায় নিষ্ক্রিয় মুর্শিদাবাদের ডোমকলের কামুড়দেয়াড় এলাকায় চাঞ্চল্য। উদ্ধার হল তাজা সকেট বোমা। স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। রবিবার বিকেলে বোম স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করেন। আচমকা এলাকায় সকেট বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও, দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।