রেলের কিছু কাজের জন্য আগামী ১৮ তারিখ 18019 এবং 18020 ঝাড়গ্রাম ধানবাদ ঝাড়গ্রাম দুটি বিপরীতমুখী এক্সপ্রেস ট্রেন সংক্ষিপ্ত রুট দিয়ে চলাচল করবে । ঐদিন এই দুটি ট্রেন বোকারো স্টিল সিটি ও ধানবাদ শাখায় বাতিল থাকবে ।
পুরুলিয়া ২: ১৮ জানুয়ারি ঝাড়গ্রাম ধানবাদ রুটের দুটি এক্সপ্রেস ট্রেন বোকারো ধানবাদ শাখায় চলবেনা - Purulia 2 News