বালি-জগাছা: হাওড়া পুরসভায় একটি অনুষ্ঠানে এসে আরজিকরের ডাক্তারি পড়ুয়া খুনের ঘটনা নিয়ে কটাক্ষ করলেন কুনাল ঘোষ
আরজি করে ডাক্তারি পড়ুয়ার খুনের ঘটনা নিয়ে অভয়াকান্ডের আনঃদোলকারীদের কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। হাওড়া পুরসভার টাউনহলে আয়োজিত এক বিতর্কসভায় এসে সাংবাদিকদের কুণাল ঘোষ বলেন, অভয়ার মৃত্যুর যেসব কুৎসাকারীরা প্রতিবাদ আন্দোলন করেছিলেন তারা এখন কোথায়। একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রী খুন হলেন। আর একজন ডাক্তারি পড়ুয়া ছাত্র গ্রেফতার হলেন। যাদবপুরের মেধাবী ছাত্রীর মৃত্যু নিয়ে তাঁর বাবা-মা খুনের অভিযোগ দায়ের করলেন।