সোনামুড়া: উড়ো জাহাজের গতিতে বাইক, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাইক সহ চালক
উড়ো জাহাজের গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হলেন এক বাইক চালক। চালকের নাম রাজকুমার দেববর্মা। বয়স ১৮। বাড়ি সোনামুড়া থানাধীন ঊরমাই এলাকা। তবে মাথায় হেলমেট থাকার কারণে অল্পতে রক্ষা পায় বাইক চালক।ঘটনার বিবর্ণে জানা যায় TR01A-5646 নম্বরে বাইকটি করে সোনামুড়া থানা দিন উরমাই এলাকার রাজকুমার দেব বর্মা নামে এক যুবক মেলাঘর থেকে কল