আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রের বাড়িতে জনতার লম্বা লাইন
আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া বিজয় ছোটবেলা থেকেই মাটির প্রতিমা তৈরীর কাজ শুরু করেছেন। বুধবার বিকেল পাঁচটা নাগাদ তার বাড়িতে গিয়ে দেখা গেল মূর্তি তৈরিতে ব্যস্ত বিজয়। নিজের হাতে খুব ছোট করে তৈরি করছে দুর্গা প্রতিমা। দুর্গা ঘরে এখন সে ঘাগড়া সোনালী পাঠের বাসিন্দাদের নয়নের মনি হয়ে গেছে। বাবা কাঠের কাজ করেন। তবুও তাকে উৎসাহ দেন প্রতিমা বানানোর জন্য।