কৃষ্ণনগর ১: ঝিটকেপোতা 12 নম্বর জাতীয় সড়কের উপর দুই গাড়ির সংঘর্ষ
দুই গাড়ির সংঘর্ষে গাড়ি দুটি ক্ষয়ক্ষতি হলেও প্রাণে বাঁচলো গাড়ির ভিতরে থাকা যাত্রীরা। সোমবার ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানার অন্তর্গত ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের ঝিটকিপোতা মোড়ে 12 নম্বর জাতীয় সড়কের উপর।