জামুরিয়া: জামুড়িয়ায় বড় একটি দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেছে, ডিভিসির উচ্চচাপের বিদ্যুতের তার হঠাৎ রাস্তায় পড়ে বিপত্তি
জামুড়িয়ায় শুক্রবার সকাল ১১ টায় বড় একটি দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেছে! ডিভিসির উচ্চচাপের বিদ্যুতের তার হঠাৎ রাস্তার উপর পড়ে যাওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি।জামুড়িয়া থেকে চাঁদা যাওয়ার প্রধান সড়কের শিবডাঙ্গা মাজি পাড়া মোড়ে এই ঘটনা ঘটে।জানা গেছে, ডিভিসির উচ্চচাপের বিদ্যুতের তার হঠাৎ রাস্তার উপর পড়ে যায়।তার পড়তেই স্থানীয়দের মধ্যে হইচই পড়ে যায় এবং আশেপাশের দোকানদাররা দ্রুত বিদ্যুৎ বিভাগ ও পুলিশ