ডোমজুড়: ডোমজুড়ে হাওড়া আমতা রোডের ওপর বাস ও টোটোর সংঘর্ষ আহত 3
Domjur, Howrah | Sep 15, 2025 হাওড়া ডোমজুড় থানা অন্তর্গত দিল্লি পাবলিক স্কুল এর কাছে হাওড়া আমতা রোড এর ওপর বাস ও টোটোর ধাক্কায় আহত 3. সোমবার আনুমানিক সকাল আটটা 30 নাগাদ ডোমজুড়ের হাওড়া আমতা রোড এর ওপর এই দুর্ঘটনাটি ঘটে দুটি বাসের রেসারেসির মধ্যে একটি বাস ধাক্কা মারে টোটো টিকে। টোটো দুমড়ে মুছরে যায় টোটোতে চারজন যাত্রী ছিল তাদের মধ্যে তিনজন গুরুতর আহত হন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা