সারেঙ্গা: দামদী গ্রামে খালের জলে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এল আট ফুট লম্বা একটি বিশালাকার ময়াল সাপ, চাঞ্চল্য সৃষ্টি এলাকায
জেলেদের জালে ধরা পড়ল একটি বিশালাকার ময়াল সাপ।এই সাপটিকে উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।সারেঙ্গা ব্লকের দামদী গ্রামের ঘটনা। আজ ওই গ্রামের বেশ কয়েকজন যুবক মিলে গ্রামেরই একটি খালের জলে মাছ ধরছিলেন, হঠাৎই মাছ ধরার জাল টিতে উঠে আসে একটি বিশালাকার আট ফুট লম্বা একটি সাপ। ওই সাপটিকে দেখে গ্রামবাসীরা বনদপ্তর খবর দেন। খবর পেয়ে বন দপ্তর কর্মীরা আসেন এবং সাপটিকে উদ্ধার করে পিরলগাড়ি রেঞ্জ অফিসে নিয়ে যান।