মুরারই ১: স্টেশন সংলগ্ন রক্ষা কালী মাতার মন্দিরে নবান্ন উপলক্ষে পূজা পাঠ
আজ ২৩ নভেম্বর রবিবার সকাল থেকে নতুন পর্যন্ত মুরারই স্টেশন সংলগ্ন মা রক্ষা কালীমাতার মন্দিরে বাংলা অগ্রাহায়ন মাসের নবান্ন উপলক্ষে মা রক্ষা কালীর বিশেষ পুজোপাঠ অনুষ্ঠিত হলো। এদিন পুজো দিতে ও পুজো দেখতে আসেনি স্থানীয় বাসিন্দা সহ মন্দির কমিটির সদস্যরা।