হাঁসখালি: ভাইফোঁটার রাতে অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, বগুলা থেকে অস্ত্র সহ 2 যুবককে গ্রেফতার করলো হাসখালি থানার পুলিশ
অস্ত্র সহ 2 জন যুবককে গ্রেফতার করলো হাসখালি থানার পুলিশ। সূত্রের খবর,ভাইফোঁটার রাতে হাসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায়, বগুলা রেল কলোনি এলাকায় অস্ত্র নিয়ে মানুষকে হুমকি দিচ্ছে দুই যুবক। আর এর পরই হাসখালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 জন যুবককে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে 1টি স্বয়ংক্রিয় পিস্তল উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই যুবক সুভজিৎ সরকার ও লাল্টু সরকার বগুলা এলাকার বাসিন্দা। কি কারনে ও কোথা থেকে ওই অস্ত্র দুই জন জোগাড় করেছিল তা জানতে তদন্ত চলছে।