নলহাটি ১: সমস্ত রীতি আচার আচরণ মেনে নলহাটি হিন্দ ক্লাব সহ নলহাটির বিভিন্ন দুর্গা পূজো মন্ডপে চলছে মহাঅষ্টমীর পুজো
সমস্ত রীতি আচার আচরণ মেনে নলহাটি হিন্দ ক্লাব সহ নলহাটির বিভিন্ন দুর্গা পূজো মন্ডপে চলছে মহাঅষ্টমীর পুজো, আজ সোমবার মহাঅষ্টমী, সকাল থেকেই নলহাটি চালবাজার সার্বজনীন দুর্গোৎসব হিন্দ ক্লাবের দুর্গা পূজো মন্ডপ, নলহাটি কালিন্দিপুর দুর্গাপুজো মণ্ডপ সহ নলহাটির বিভিন্ন দুর্গাপূজো মন্ডপে শুরু হল মহাঅষ্টমীর পুজো সমস্ত রীতি আচার আচরণ মেনে, সেই চিত্রই ধরা পড়েছে সকাল ৯ টা ৩০ নাগাদ আমাদের ক্যামেরায়। প্রায় দু ঘন্টা চলবে এই পুজো, তারপরে হবে অষ্টমীর অঞ্জলি।