বর্ধমান ১: গলসি থানার সাঁকো গ্রামে টুলু পাম্পে করে বাড়িতে জমে থাকা জল সেচ করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির
গলসি থানার সাঁকো গ্রামে টুলু পাম্পে করে বাড়িতে জমে থাকা জল সেচ করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শিব শংকর রায় (৪২) গলসি থানার সাঁকো গ্রামে তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে গতকাল বিকেলে বাড়িতে জমে থাকা জল টুলু পাম্পের মাধ্যমে সেচ করতে গিয়ে তিনি ইলেকট্রিক শক খেয়ে গুরুতর জখম হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।