নানুর: লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাঁচিয়ে কীর্ণাহার সিনেমা তলার মহিলা দের লক্ষ্মী পুজোর আয়োজন, হলো মহোৎসব ও
এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকেই সোমবার কোজাগরী লক্ষী পুজোর দিনেই বিশেষ পুজোর আয়োজন করলো কীর্ণাহার সিনেমা তলার লক্ষীরা। তবে এবছর ছিলো তাঁদের প্রথম লক্ষী পুজো।এর আগে বিভিন্ন জায়গায় গিয়ে তাঁরা লক্ষীপুজো করতেন। কিন্তু এবছর তাঁরা অন্যত্র না গিয়ে নিজেরাই নিজেদের লক্ষীর ভাণ্ডারের ভাণ্ডারা বাঁচিয়ে প্রায় শ'দুয়েক মহিলারা একত্রিত হয়ে কীর্ণাহার উত্তর পাড়ার সিনেমা তলা সংলগ্ন নেড়াপোড়ার মাঠে আয়োজন করে ওই পুজোর।আজ অর্থাৎ মঙ্গলবার ও ওই পুজো কে কেন্দ্র করে।