বালুরঘাট: দক্ষিণ শিবরামপুরে জলে ডুবে মৃত্যু হল দুবছরের শিশুর, শোকের ছায়া এলাকায়
জলে ঢুবে মৃত্যু হল দু বছরের শিশুর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পুলিস সূত্রে খবর, মৃত ওই শিশুর নাম মারকুলাস মুর্মু (২)। বাড়ি বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রামপঞ্চায়েতের দক্ষিণ শিবরামপুর গ্রামে। ওই শিশুর বাবার নাম মতিলাল মুর্মু। গতকাল বিকেলে ওই শিশুটি বাড়িতেই খেলছিল। হটাৎ দিদি ও মায়ের নজর এড়িয়ে যায়। পাশাপাশি দুইবাড়িতেই খোঁজ শুরু হয়। পরে পুকুরে দেহটি ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে তার বাবা ও মা।