মেমারি ১: মেমারিতে শুরু হলো গুরুচাঁদ শিক্ষা মিশন
গুরুচাঁদ ঠাকুরের আকাঙ্খাকে মাথায় রেখে সমাজে মানুষ তৈরির প্রতিজ্ঞা নিয়ে গুরুচাঁদ শিক্ষা মিশনের শুভ সূচনা করা হল মেমারিতে। শনিবার দুপুরে মেমারির পারিজাত নগরে গুরুচাঁদ পল্লীতে সেমি ইংলিশ মিডিয়াম স্কুল গুরুচাঁদ শিক্ষা মিশনের শুভ উদ্বোধন করেন বিশিষ্টি চিকিৎস ডাঃ বুদ্ধদেব দাঁ, সঙ্গে ছিলেন মধ্যমগ্রাম প্রোগ্রেসিভ নমঃশুদ্র ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক অনিলকৃষ্ণ মোহান্ত, মতুয়াচার্য কালিদাস বারুরি সহ অন্যান্যরা।