মেদিনীপুর: মেদিনীপুর শহরে পুজোর মন্ডপে গহনা ছিনতাইয়ের লেডি গ্যাং ! আটজনকে আটকে জেরা হচ্ছে বলে জানালো পুলিশ
মেদিনীপুর শহরের ছোট বাজার এলাকার পুজো মণ্ডপের ভিতরে শনিবার বেলা বারোটা নাগাদ কনকাঞ্জলীর সময় এক মহিলার হার ছিনতাই এর ঘটনা ঘটেছিল। স্থানীয়রা সেই মহিলাদের আটকে উদ্ধার করেছে ছিনতাই হওয়া হার। প্রাথমিকভাবে মহিলারা জানিয়েছেন তারা সাঁতরাগাছি এলাকার বাসিন্দা। কোতোয়ালি পুলিশ তাদের আটক করে জেরা করছে বলে জানিয়েছে পুলিশ।