কালনা ১: মেদগাছি এলাকায় ৬ টি তরতাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য, বোম নিষ্ক্রিয় করতে এলাকায় CID বোম স্কোয়াড
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ৬ টি তরতাজা বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য কালনা থানা এলাকায়।বুধবার সকালে কালনা থানার অন্তর্গত মেদগাছি আব্দুল কাদের জিলানী পীর মাজার সংলগ্ন এলাকায় পলিথিনে মোড়া অবস্থায় হঠাৎই মেলে ছ’টি তাজা বোমা। স্থানীয়রা চোখে পড়তেই শুরু হয় চাঞ্চল্য। খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছে যায় কালনা থানার পুলিশ, ঘিরে ফেলা হয় সমগ্র এলাকা। দুপুরের মধ্যেই ঘটনাস্থলে আসে সিআইডি বোম স্কোয়াড, নিষ্ক্রিয় করা হয় সবক’টি বোম।