ভগবানগোলা ১: ভগবানগোলায় পুজো কমিটিকে নিয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার বৈঠক
ভগবানগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের পঞ্চায়েত সমিতির হল ঘরে আজ ৮৫টি পুজো কমিটিকে নিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভগবানগোলা SDPO বিমান হালদার, ভগবানগোলা সহকারী সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ব্যাপারী, ভগবানগোলা থানার CI মানষ দাস, ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার এবং DIB-এর দেবজিৎ কুমার সিংহ। এছাড়াও ব্লক অফিসের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। আলোচনায় মূলত দমকল থেকে অনুম